২০২২ সাল-
• আজ ৭ জানুয়ারি ২০২২ সাল, কোয়ান্টামমের আরোগ্যাশালায় বর্ষায়ন অনুষ্ঠানে গুরুজী বলেন, কোয়ান্টাম বর্ষ ৩০ হোক তারুন্যের প্রতি সহমর্মিতার বছর। এবছরে অটোসাজেশন, “ইনশআল্লাহ্, সব সম্ভব ”।
আসলে এটি আমাদের সেই স্বপ্নেরই বহিঃপ্রকাশ। আমরা এই কনভিকশনের পাইওনিয়ার।
এই সুবাদে আজ থেকে আমাদের কনভিকশনে নতুন সংযোজন হয়েছে, ইনশআল্লাহ্ নামক গায়েবি শব্দটি।
আমাদের কনভিকশন:
লিডার: সায়েন্স স্কোয়াড !
সায়েন্স স্কোয়াড: ইয়েস স্যার !!
লিডার: সম্ভব ?
সায়েন্স স্কোয়াড: ইনশআল্লাহ, সব সম্ভব !! ( দৃঢ় কন্ঠে, হৃদয়ে গভীর থেকে )
Comments
Post a Comment