নতুন সংখ্যা তৈরির ইতিহাস

 নতুন সংখ্যা তৈরির ইতিহাস

QSolver-4, QCSC MATH SQUAD

Tuesday, 8 March 2022

কোয়ান্টাম কসমো স্কুলের দশম শ্রেণির মেধাবী কোয়ান্টা মংথুইনু মার্মা। গণিত তার ভালোবাসার একটি অংশ। তাকে প্রায় সময় দেখা যায় একা একা কি নিয়ে যেন ভাবছে। সবাই ভাবতে পারে, সে কি করছে একা একা, কিন্তু সেতো একা নয়। সে রয়েছে গনিতের সাথে। আজ শুক্রবার, সবাই আনন্দে দিন কাটাচ্ছে, কোন পড়ালেখা নেই, সবাই খেলাধুলা ও গল্প করছে। কিন্ত মংথুইনু আবার একটি নির্জন জায়গায় বসে একটি কলম দিয়ে একটি খাতার উপর কি যেন লেখছে এবং একটু পর পর মুচকি হাসছে।

হয়তোবা সে সংখ্যার জগতে একটি নতুন কিছু আবিষ্কার করতে যাচ্ছে, যার নাম সে দিয়েছে অলৌকিক সংখ্যা।

তো সেই সমস্যাটা আমরা আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। 

 

 

 

Miracle Number (অলৌকিক সংখ্যা)

Problem: Find all ordered parir of (a,b,c) such that a^3+b^3+c^3=abc ,

 where abc is a three digit numbers. – propesed by monthuinu 370

 

 

 

Comments