কৌতুহলী মনসুর
পর্ব-০১
এ জগতে কম্পিউটার ব্যবহার একটি ফ্যাশনের বিষয়। আমরা সকলে অপারেটিং সিস্টেম মাইক্রোসফট অফিস ব্যবহার করি, এটি এখন জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। আমাদের দৈনন্দিন হিসাব নিকাশে আমরা সকলে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি। কিন্তু আমরা এর কিছু চমৎকার বিষয় কখনো ভেবে দেখিনা। ব্যস্ততার দোহায় দিয়ে হয়তোবা আপনি বিষয়টি এড়িয়ে যাবেন।
এক্সেলে কাজের সময় আমরা কি কখনো ভেবে দেখেছি যে, এর কলাম (Colummn) ও সারি (row) অসীম নাকি সসীম। আমরা যখন প্রয়োজন হয় তখনই ইচ্ছামতো সারি বা কলাম ইনসার্ট করি। এভাবে কি আমরা অসীম পর্যন্ত রো বা কলাম ইনসার্ট করতে পারবো?
বেশিরভাগ মানুষই বলবেন, হ্যাঁ। আমরাতো যখনি ইচ্ছে হয় কলাম বা সারি ইনসার্ট করতে পারবো। এটি আবার তেমন কি!আচ্ছা, আপনারাকি আরেকটি বিষয় ভেবে দেখেছেন এক্সেলে কিছু লেখলে ফাইলের সাইজ বাড়তে থাকে না একই থাকে?
আপনাদের জন্য একটি গানিতিক প্রশ্ন উপহার রইল-
Problem: মাইক্রোসফট এক্সেলের সর্বশেষ কলামের নাম XFD হলে, এক্সেলে সর্বমোট কলামের সংখ্যা কত?
- proposed by Monsur Hossen Towhid (398)
উপরের চিত্রে এক্সেলের সর্বশেষ কলামের ছবি দেওয়া আছে।সর্বশেষ কলামে যাওয়ার শর্টকাট কি হচ্ছে ( ctrl + ↓ )
Comments
Post a Comment